Logo
×

Follow Us

জেলার খবর

উখিয়ায় যুবককে গুলি করে হত্যা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৪

উখিয়ায় যুবককে গুলি করে  হত্যা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলি করে এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের স্থানীয় একটি দোকানে অজ্ঞাতনামা ১০/১২ জনের একদল দুর্বৃত্তদের করা গুলিতে এ যুবক নিহত হন।

নিহত মোহাম্মদ আইয়ুব উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের মোহাম্মদ সাদিকের ছেলে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৬ ব্লকের স্থানীয় একটি দোকানে মোহাম্মদ আইয়ুবসহ কয়েকজন রোহিঙ্গা আড্ডা দিচ্ছিল। এসময় অজ্ঞাতনামা ১০/১২ জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর গুলি ছুড়ে। এতে তিনি লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় আরো দুই রোহিঙ্গা আহত হলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। এর আগে ভোরে এক রোহিঙ্গা নেতাসহ দুইজনকে গুলি করে হত্যা করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫