Logo
×

Follow Us

জেলার খবর

চকরিয়ায় চোরাই গরুসহ আটক ৩

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭

চকরিয়ায় চোরাই গরুসহ আটক ৩

চোরাই গরু। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় মিয়ানমার থেকে চোরাই পথে আনা ২০টি গরু উদ্ধার করেছেন পুলিশ। এসময় পাচারচক্রে জড়িত তিনজনকে আটক ও একটি ট্রাক জব্দ করা হয়।

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুসলিমনগর এলাকার মৃত মাস্টার জহির আহাম্মদের ছেলে মো. ওমর ফারুক (৩০), চকরিয়া পৌরসভার কোচপাড়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে গিয়াস উদ্দিন (৫০) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবুল হোসনের ছেলে মোশারফ হোসেন (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজারে মাস্টার আলী পাড়ায় মিয়ানমার থেকে চোরাইপথে আনা অবৈধ গরু রাজস্ব ফাঁকি দিয়ে ক্রয়-বিক্রয় চলছে। এমন তথ্যের ভিত্তিতে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজাউদ্দৌলার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ২০টি গরুসহ চোরাই কারবারিতে জড়িত তিনজনকে আটক করা হয়।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, চোরাইপথে আনা ২০টি গরুসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় একটি ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫