Logo
×

Follow Us

জেলার খবর

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৭

রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত ১

টেকনাফ থানা। ছবি: সাম্প্রতিক দেশকাল

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আবুল ফয়েজ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত আবুল ফয়েজ ওই ক্যাম্পের সি ব্লকের আবদুল্লাহর ছেলে। 

পুলিশ জানায়, আবুল ফয়েজের ছেলে ইসমাইলের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি বিরোধ ছিল। এর জেরে ইসমাইলকে নানাভাবে হুমকি দেয়া হত। গত রাতে ইসমাইল তার বাবাকে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ইসমাইলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। যা তার বাবার শরীরে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় আবুলকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইরফান ইউছুপ বলেন, রাতে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫