-658842539f70e.jpg)
নির্বাচনী পথসভায় মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ছবি: সাম্প্রতিক দেশকাল
ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুন্ডু) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের স্কুল মাঠে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার মার্কা ঈগল পাখি। সবাই ওই দিন ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আপনাদের পাশে আমি ও আমার পরিবার আগেও ছিলাম, আছি এবং থাকবো। আমি হরিণাকুন্ডুবাসীর ভাগ্যের উন্নয়ন করতে এসেছি। পিছিয়ে পড়া মানুষের জনপদকে বিশ্বের আধুনিকতার সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে নিতে এসেছি। আপনারা আমার ঈগল মার্কায় ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করুন। আমি আপনাদের উন্নত হরিণাকুন্ডু উপজেলা উপহার দেব।
পথসভায় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন- হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ারদার, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ভাই আবু শাহরিয়ার জাহেদী পিপুলসহ বিভিন্ন নেতারা।