Logo
×

Follow Us

জেলার খবর

থানার হাজতে ঝুলছিল আসামির মরদেহ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৩২

থানার হাজতে ঝুলছিল আসামির মরদেহ

প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচং থানা হাজতের ভিতর থেকে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পড়নের কাপড় দিয়ে শিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ওই আসামি ‘আত্মহত্যা’ করেন বলে পুলিশ জানিয়েছে।

মৃত ২৫ বছর বয়সী গোলাম রাব্বানী বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া মহল্লার মিহির উদ্দিনের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “মঙ্গলবার বিকেলে বড় বাজার থেকে গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করে এনে থানা হাজতে রাখা হয়। রাত সাড়ে ৭টার দিকে হাজতের ভিতরে শিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখা যায়। পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাব্বানিকে মৃত ঘোষণা করেন।”

হাজতের ভিতরে থাকা আসামি কিভাবে গলায় ফাঁস দেন জানতে চাইলে ওসি বলেন, “পড়নে থাকা গেঞ্জিসহ কাপড় দিয়ে তিনি শিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন।”

মৃত গোলাম রাব্বানীর বিরুদ্ধে চুরির অভিযোগে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫