ব্রাহ্মণবাড়িয়ায় সংঘবদ্ধ চোরচক্রের ১০ জন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:১৫

সংঘবদ্ধ চোর চক্রের গ্রেপ্তারকৃত ১০ জন। ছবি: সাম্প্রতিক দেশকাল
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘবদ্ধ চোরচক্রের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ও বুধবার (২৭ ডিসেম্বর) এ দুইদিনে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সংঘবদ্ধ এ চক্রটি দেশের বিভিন্ন এলাকার ফ্ল্যাট এবং বাসা বাড়ির তালা ভেঙ্গে এবং গ্রীল কেটে মূল্যবান মালামাল ও স্বর্ণালংকার চুরি করে থাকে। আসামিদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ, নেত্রকোনা, যশোরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাদের কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বিশ্বরোড ও ঢাকার তাতীবাজার এলাকা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেন।