Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৬

কক্সবাজারে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার গাড়ি ভাংচুর। ছবি: সাম্প্রতিক দেশকাল

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদের নির্বাচনী প্রচারণার গাড়ি ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১২ জনকে আসামি করে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভাংচুর করা অটোরিকশার চালক মো. শফি আলম বাদি হয়ে গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) রাতে দায়ের করা এজাহারটি নথিভুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।

তিনি জানান, দায়ের করা এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ ইতিমধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। যারাই জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে বৃহস্পতিবার বেলা ১১ টায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরো ঘটনার জন্য নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে দায়ী করেছেন মিজান সাঈদ।

তিনি জানিয়েছেন, চালক প্রচারণার গাড়ি নিয়ে বুধবার ৫টায় রামু উপজেলার বাইপাস সড়কস্থ ফুটবল চত্ত্বর পার হয়। এসময় একটি নোহা গাড়ি ও দুটি মোটরসাইকেল নিয়ে নৌকা মার্কার সমর্থিত অজ্ঞাত লোকজন গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে গাড়ির গতিরোধ করে ভাংচুর করে। এসময় গাড়িতে থাকার কর্মী মো. নাছির উদ্দিনকে মারধর করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নৌকা প্রার্থী ও সমর্থকরা বিভিন্ন এলাকায় প্রচারণায় বাঁধা সৃষ্টি, হুমকি, ফাঁকা গুলি বর্ষণ করছেন। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন নৌকার প্রার্থী এমপি সাইমুম সরওয়ার কমল। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ নির্বাচনকে অস্থির করতে ওই প্রার্থী (মিজান সাঈদ) অপতৎপরতা চালাচ্ছে। বিভিন্ন এলাকায় নৌকার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। উদ্দেশ্যমূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫