Logo
×

Follow Us

জেলার খবর

ঈগল ভেবে জীবন্ত শকুন নিয়ে নির্বাচনী প্রচারণা

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ২৩:৪৫

ঈগল ভেবে জীবন্ত শকুন নিয়ে নির্বাচনী প্রচারণা

জীবন্ত শকুন নিয়ে নির্বাচনী প্রচারণা। ছবি: সাম্প্রতিক দেশকাল

হবিগঞ্জ-২ আসনে তিনবারের এমপি ও দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মজিদ খানের ঈগল প্রতীকের প্রচারণায় যে জীবন্ত পাখিটি প্রদর্শন করা হয়েছে তা ঈগল নয়। ঈগল ভেবে প্রচারণায় প্রদর্শন করা পাখিটির নাম ‘হিমালয়ান শকুন’। এদিকে মিছিলকারীদের টানা-হেঁচড়ায় পাখিটি অসুস্থ হয়ে পড়ে।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বানিয়াচং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে অসুস্থ শকুনটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরে আনা হয়েছে। ৬ থেকে ৭ দিন চিকিৎসা দিয়ে এটিকে চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বিকেলে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের আনন্দ বাজারে শকুনটি নিয়ে এমপি মজিদ খানের নির্বাচনী প্রচারণা চালানো হয়। পরে এ ঘটনা জেলাজুড়ে আলোচিত হয়েছে।

স্থানীয়রা জানান, কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে জীবন্ত পাখি হাতে নিয়ে মিছিল করা হয়। নিজের ফেসবুক আইডির টাইমলাইনে তিনি এ প্রচারণা লাইভ করেন।

পরে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের মাধ্যমে মিছিলকারীদের কয়েকজন পাখিটিকে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর করেন। এদিকে, নির্বাচনী প্রচারে জীবন্ত প্রাণী ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধির এ আইন না মানলে হতে পারে জেল-জরিমানা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫