প্রচারণায় অংশ না নেওয়ায় সরকারি কর্মচারীকে পিটিয়ে আহত

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:১৫

চিকিৎসা নিচ্ছেন হামলায় আহত ব্যক্তি। ছবি: লালমনিরহাট প্রতিনিধি
নির্বাচনী প্রচারণায় অংশ না নেওয়ায় শরিফুল ইসলাম (৩৫) নামে এক সরকারি কর্মচারীকে পেটানোর অভিযোগ উঠেছে নৌকা সমর্থকদের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার কালীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ছয় থেকে সাতজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অভিযোগ করেছেন শরিফুল ইসলাম। কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবীর অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত শরিফুল কালীগঞ্জ উপজেলা পরিষদে অফিস সহকারী পদে কর্মরত রয়েছেন। তিনি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামে মৃত মনজার আলীর ছেলে।
লালমনিরহাট-২ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিল শরিফুল। এসময় ছয় থেকে সাতজন ব্যক্তি তার পথরোধ করে। তারা শরিফুলকে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বলেন। এতে রাজি না হলে ক্ষুব্ধ হয়ে তাকে বাঁশ ও কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত শরিফুল ইসলাম জানান, আমি সরকারি চাকরি করে কিভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেই। আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে অবগত করে থানায় অভিযোগ করেছি।
অভিযুক্ত নৌকা প্রতীকের সমর্থক ও কর্মী ফজলুল হক (৪৫) জানান, উপজেলা পরিষদের কর্মচারী শরিফুলের সাথে তার লেনদেন রয়েছে। লেনদেনের টাকাকে কেন্দ্র করে তার সাথে বাকবিতণ্ডা হয়েছে। তাকে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে বলিনি এবং মারধরও করিনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহির ইমাম জানান, তিনি বিষয়টি জেনে আইনি ব্যবস্থা নিতে বৃহস্পতিবার রাতেই লিখিতভাবে কালীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবীর জানান, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।