Logo
×

Follow Us

জেলার খবর

বরিশালে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৫

বরিশালে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক

আটককৃত যুবক আজিজ সরদার। ছবি: সাম্প্রতিক দেশকাল

বরিশালের হিজলা উপজেলা থেকে দুইটি রামদা ও দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চর হিজলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক আজিজ সরদার (৩০) উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়নের চর হিজলা গ্রামের আমির সরদারের ছেলে বলে জানিয়েছেন হিজলা থানার অফিসার ইনচার্জ জুবাইর আহমেদ।

হিজলা গৌরব্দী ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য লাবনী আক্তার দাবি করেছেন, আটক আজিজ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ অনুসারী।

তবে হিজলা থানার অফিসার ইনচার্জ জুবাইর আহমেদ বলেন, আজিজের রাজনৈতিক পরিচয় জানি না। তাকে দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদিসহ আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।

সংরক্ষিত ইউপি সদস্য লাবনী আক্তার জানান, চর হিজলা গ্রামের মইদুল বেপারীর বাড়িতে অবস্থান করে অস্ত্র তৈরি করতেন আজিজ। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন। এসময় আজিজ সকলের সামনে স্বীকার করেন তিনি হিজলা গৌরব্দী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলনের নির্দেশে অস্ত্র তৈরি করেন। 

হিজলা-গৌরব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন বলেন, প্রতিপক্ষ হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছে। ওই এলাকার সবাই জেলে। তারা নিজেদের নিরাপত্তায় দা ও রামদা তৈরি করেন। সকলের ঘরে তল্লাশী করলে ওই রকম দা-রামদা পাওয়া যাবে।

তিনি জানান, আটক আজিজের পরিবার বিএনপি করে। আজিজ তার কর্মী না, এমনকি তাকে চেনেন না বলেও দাবি করেন এই ইউপি চেয়ারম্যান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫