শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। ছবি: সাম্প্রতিক দেশকাল
বই উৎসবের মধ্য দিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হল নতুন বছরের প্রথম দিনটি। আজ সোমবার (১ জানুয়ারি) সকালে ঝিনাইদহ পৌর মডেল স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি ও স্কুলের সভাপতি এবং পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। মুসামিয়া আইসিটি ভবনের সম্মেলন কক্ষে এ বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানাজ পারভীনের সভাপতিত্বে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তাসহ কাউন্সিলররা।
এছাড়াও জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। তাদের মাঝে ছিল উৎসবের আমেজ।
এ বছর জেলার ৬টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৯ লাখ ৭৭ হাজার ৭৩৬ ও মাধ্যমিক পর্যায়ে ১৪ লাখ ২৩ হাজার ৮৫২টি বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে।
