Logo
×

Follow Us

জেলার খবর

লক্ষ্মীপুর-৪

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের কুপিয়ে আহতের অভিযোগ

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১৯:২৩

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের কুপিয়ে আহতের অভিযোগ

আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে স্বতন্ত্র প্রার্থীর (ঈগল) সমর্থকদের পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এসময় ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। 

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি এসব তথ্য জানান। 

এদিকে খবর পেয়ে বিকেলে স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান। এসময় তিনি তার সমর্থকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্ত থাকার পরামর্শ দেন।

আহতরা হলেন- যুবলীগ নেতা আহসান উল্ল্যাহ হিরন, মাকসুদুর রহমান বাবু, সুমন হোসেন, মাহফুজুর রহমান, আবুল কালাম, কামরুল ইসলাম, নুর আলম, ইব্রাহিম খলিল রুবেলসহ দশজন। এদের মধ্যে তিনজন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

স্বতন্ত্র প্রার্থী আহসান উল্ল্যাহ হিরন বলেন, আমার লোকজনের ওপর নৌকার সমর্থকরা হামলা চালায়। এ ঘটনা ছড়িয়ে পড়লে নোয়াহাট খোলা এলাকায় দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এক পর্যায়ে নৌকার সমর্থকদের হামলায় যুবলীগ নেতা হিরনসহ স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১০ সমর্থক আহত হন।

লক্ষ্মীপুর-৪ নৌকার প্রধান সমন্বয়ক ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ জানান, সাহেবেরহাট এলাকায় নৌকার নির্বাচনী কার্যালয়ে ঢুকে ঈগলের সমর্থকরা তার এক কর্মীকে মারধর করেন। এর জের ধরে সংঘর্ষ হয়েছে বলে তিনি দাবি করেন।

কমলনগর থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫