Logo
×

Follow Us

জেলার খবর

শার্শা সীমান্তে প্রায় ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১৪:২৬

শার্শা সীমান্তে প্রায় ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বিজিবির অভিযানে উদ্ধারকৃত স্বর্ণ। ছবি: বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তে ১ কেজি ২২ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ মনিরুল হোসেন (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। 

গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে গোগা কলেজ রোড থেকে তাকে  আটক করা হয়। আটক পাচারকারী শার্শা উপজেলার কালিয়ানি গ্রামের মৃত শামসুর রাহমানের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে গোগা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল কলেজ রোডে অবস্থান করে। ওইসময় সীমান্তের দিকে অটোভ্যান যোগে আসা সন্দেহভাজন এক ব্যক্তিকে গতিরোধ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার গায়ে থাকা থাকা জ্যাকেটের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৯টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি।  

জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৮০ হাজার টাকা। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার (পিএসসি) জানান, স্বর্ণ পাচারকারী মনিরুলের বিরুদ্ধে শার্শা থানা একটি মামলা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫