Logo
×

Follow Us

জেলার খবর

ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছি: হানিফ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১৫:৩৯

ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছি: হানিফ

মাহবুবউল আলম হানিফ। ছবি: প্রতিনিধি

ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রায় পনের বছর দেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে, নিরাপদে ও শান্তিপূর্ণভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছি। আগে একসময় ব্যবসীয়দের চাঁদা দিতে হতো। সেগুলো নির্মূল  হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে শহরের খেয়া রেস্তেরায় কুষ্টিয়া জেলা সিমেন্ট ও লৌহজাত ব্যবসায়ী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় কুষ্টিয়ার উন্নয়নের রুপকার মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমার লক্ষ্য ছিল কুষ্টিয়ার উন্নয়ন করা ও সন্ত্রাস নির্মূল করা। সন্ত্রাস নির্মূল হয়েছে। কিছু ছিটেফোঁটা থাকলে আগামী দিনে তাও নির্মূল হয়ে যাবে। আমার ওপর আস্থা রেখে আপনারা আমাকে সংসদ সদস্য বানিয়েছিলেন। আমি সেই আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করেছি।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কুষ্টিয়াকে দেশের মধ্যে উন্নত ও শান্তির জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছি উল্লেখ করে হানিফ বলেন, উন্নত কুষ্টিয়া গড়ার যে স্বপ্ন ছিল তা এখনো পরিপূর্ণ হয়নি। এখনো ৬-৭টি প্রকল্প পাইপলাইনে আছে। এগুলোর বাস্তবায়ন হলে আগামী চার-পাঁচ বছরে কুষ্টিয়ার চেহারা ভিন্ন হয়ে যাবে।

হানিফ বলেন, উন্নয়ন নিয়ে আমি কখনো মিথ্যা আশ্বাস দেইনি। যতগুলো উন্নয়ন কাজ যায়, চেষ্টা করেছি করার। কুষ্টিয়াকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বাংলাদেশের মধ্যে উন্নত জেলা করা যায় এবং মানুষের ভাগ্য পরিবর্তন করা যায় সেই লক্ষ্যে কাজ করছি।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে সরকার দেশের উন্নয়ন করছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আশা করি এই ইউনিয়নের মানুষ ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করবেন আপনারা উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে।

অনুষ্ঠানে কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আবু জাফর মোল্লা, কুষ্টিয়া জেলা সিমেন্ট ও লৌহজাত ব্যবসায়ী সমিতির সভাপতি ও মডার্ন প্লাইউড এন্ড উড প্রসেসিং কোং লিমিটেডর চেয়ারম্যান মোঃ আকরাম হোসেন (বাবু) সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫