Logo
×

Follow Us

জেলার খবর

দেবীগঞ্জে জামায়াতের আমির গ্রেপ্তার

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১৭:০১

দেবীগঞ্জে জামায়াতের আমির গ্রেপ্তার

মো. আবুল বাশার বসুনিয়া। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে নির্বাচন বিরোধী প্রচারণা চালানোর সময় উপজেলা জামায়াতের আমির মো. আবুল বাশার বসুনিয়াকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। দেবীগঞ্জ থানা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

আজ বুধবার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার টেপ্রীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল বাশার বসুনিয়া উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিলাসী এলাকার গাজীউর রহমান বসুনিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, টেপ্রীগঞ্জ বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচন বিরোধী প্রচারণা চালাচ্ছেন উপজেলা জামায়াতের আমির। এমন সংবাদের প্রেক্ষিতে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেমের নেতৃত্বে ওসি (তদন্ত) নজরুল ইসলাম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

এদিকে নির্বাচন বিরোধী প্রচারণার কথা অস্বীকার করে উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আব্দুল হালিম বলেন, আমার জানামতে আজকে আমাদের দলীয় কোনো কার্যক্রম ছিল না। একটি জানাজার নামাজ শেষে ফেরার পথে তাকে গ্ৰেপ্তার করা হয়েছে বলে শুনেছি।

উপজেলা জামায়াতের আমিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, তাকে পুরনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫