দেড় যুগ পর বাড়ি ফিরলেন বাক-প্রতিবন্ধী চান্দনা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ১৮:৪৬
-65955724e8d69.jpg)
বাক-প্রতিবন্ধী চান্দনা খাতুন। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
দেড় যুগ পর বাড়ি ফিরলেন বাক-প্রতিবন্ধী চান্দনা খাতুন। ২০০৫ সালে স্বামীকে খুজতে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা একরকম ভেবেই নিয়েছিল তিনি মারা গেছেন। বছরের প্রথম দিনে ডাক্তার দেখাতে গিয়ে যশোর ট্রেন স্টেশনে দেখা মেলে তার। চান্দনাকে ফিরে পেয়ে পুরো পরিবারসহ গ্রামে চলছে আনন্দের বন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, চান্দনা খাতুন ঝিনাইদহের শৈলকূপার ফুলহরি ইউনিয়নের দেবী নগর গ্রামের মৃত মজিবর শেখের স্ত্রী। ঘটনা শুনতে অবাক লাগলেও হারিয়ে যাওয়ার দেড় যুগ পর বাড়ি ফিরেছেন সত্তোর বছরের চান্দনা খাতুন। দুই ছেলে-মেয়ের জননী চান্দনা স্বামীকে খুজতে বাড়ি থেকে বের হয়েছিলেন ২০০৫ সালে। এরপর আর ফিরে আসেননি চান্দনা।
ছেলে ফরিদ শেখ জানান, গত ১ জানুয়ারি পরিবারের এক আত্মীয় যশোর রেলস্টেশনে তাকে দেখতে পান। হারিয়ে যাওয়া মাকে খুজতে আমরা এমন কোন প্রক্রিয়া নেই যা করিনি। পত্রিকায় নিখোঁজের সংবাদ প্রকাশ, বিভিন্ন থানায়, হাসপাতালে ও কবিরাজের কাছে পর্যন্ত গিয়েছি। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত একপ্রকার হাল ছেড়ে দেই। ভেবেই নিয়েছিলাম তিনি মারা গেছেন।
মেয়ে ঝর্না খাতুন জানান, যার বাবা-মা নেই তারাই জানে কষ্টটা কেমন। মাকে শুধু খুজতাম। এখানে-ওখানে, যেখানে যেতাম সেখানেই কোন বয়স্ক মহিলা দেখলেই মনে হতো এই বুঝি মাকে পেয়ে গেলাম। এখন মায়ের বাড়ি আসার থবর জানাজানি হলে গ্রামবাসীসহ পুরো এলাকার মানুষ দলে দলে একনজর দেখতে ভীড় করছে বড় ভাইয়ের বাড়িতে ।
এদিকে বাক প্রতিবন্ধী চন্দনা খাতুন মাথা নেড়ে জবাব দেন তিনি খুব ভালো আছেন। হাত নেড়ে জানান দেন তিনি আর বাড়ি ছেড়ে যাবেন না।