পিরোজপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহতের ঘটনায় মামলা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ১৪:৩৮

হামলায় নিহত জাহাঙ্গীর পঞ্চাইত। ছবি: পিরোজপুর প্রতিনিধি
নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় পিরোজপুরের মঠবাড়িয়ায় জাহাঙ্গীর পঞ্চাইত (৬০) নামের কলার ছড়ি প্রতীকের এক সমর্থক নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বুলু বেগম বুধবার রাতেই বাদী হয়ে সাতজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেন।
পুলিশ জানায়, জাহাঙ্গীরের মৃত্যুর পর আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। জাহাঙ্গীর পঞ্চাইত উপজেলার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাংগা গ্রামের তোতাম্বর পঞ্চাইতের ছেলে। তিনি কলারছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শামীম শাহনেওয়াজের সমর্থক ছিলেন।
পরিবার ও থানা সূত্র জানায়, নির্বাচনী বিরোধের জের ধরে গতকাল বুধবার বাড়ি থেকে বাদুরা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। পরে তাকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত জাহাঙ্গীর পঞ্চাইতয়েতের স্ত্রী বুলু বেগম জানান, সম্পূর্ণ পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার স্বামীকে ধারালো অস্ত্র, হাতুডি, লোহার পাইপ দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মেরে ফেলেছে তারা (আসামিরা)। একজন বয়স্ক লোককে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী রুস্তম আলী ফরাজির ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, বাসুরা গ্রামে ওনারা দুটি পরিবার ফরাজি ও পঞ্চায়েতের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে জাহাঙ্গীর পঞ্চাইত ফরাজি বাড়ির সামনে থেকে আসার সময় প্রতিপক্ষ বাড়ির সামনে পিটিয়ে আহত করে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে আনি, পরে ঢাকায় নেওয়ার পার তিনি সেখানে মারা যান। এই দুটি পক্ষকে সমর্থন করে দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। জাহাঙ্গীর পঞ্চাইত কলার ছড়ি প্রতীকের সমর্থক ছিলেন।
এ বিষয়ে গতকাল বুধবার নিহতের স্ত্রী বুলু বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং আরো ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি হত্যা মামলায় রুপান্তির হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।