Logo
×

Follow Us

জেলার খবর

রাজশাহীতে ২ ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ১৩:০৫

রাজশাহীতে ২ ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। ছবি: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলার দুইটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে এ আগুনের ঘটনা ঘটে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বাঘা উপজেলার পাকুড়িয়া জোতনশী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোর রাতের দিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তিনি বলেন, বিদ্যালয়ের একটা পরিত্যক্ত রুমের খোলা জানালা দিয়ে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় আগুনে দুইটি রুমের চেয়ার টেবিল পুড়ে যায়। এ ঘটনায় অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি। 

এদিকে আরো একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একই উপজেলার আড়ানি ঝিরানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। গত রাতে বিদ্যালয়ের অফিস রুমে আগুন লাগে। অফিসের দরজা জানালা বন্ধ থাকায় ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে। সেখানে রাত ১২টার দিকে আগুন লাগে৷ এই কেন্দ্রে আগুনে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন পুলিশ। এই দুটি ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫