
আগুনে ক্ষতিগ্রস্ত বাস। ছবি: চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহন নামে একটি মিনিবাস আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় বাসে ঘুমিয়ে থাকা হেলপার খোকন মিয়া (৪৫) দগ্ধ এবং গাড়ির চালক নাছির উদ্দিন বিপ্লব (৫৫) আহত হয়েছেন।
আজ শনিবার (৬ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইলিশ চত্বরের কাছে এ ঘটনা ঘটে। দগ্ধ খোকন মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনা নাশকতা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাসের চালক নাসির উদ্দিন বলেন, শহরের বাসস্ট্যান্ড ইলিশ চত্বরে থাকা বাসে হেলপারসহ তারা দুজন ঘুমিয়েছিলেন। ভোরে হঠাৎ বাসের ভেতর আগুন ধরে যায়। পরে তার সহকারী খোকন অগ্নিদগ্ধ অবস্থায় বাস থেকে লাফিয়ে পড়েন। তিনিও লাফিয়ে বাস থেকে নেমে পড়েন। এসময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং খোকন দগ্ধ হন। খবর পেয়ে কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসের মালিক সম্ভু চন্দ্র ঘোষের দাবি, দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করেছে। এতে পুরো বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ মুহসীন আলম বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে চালক ও চালকের সহকারীকে জিজ্ঞাসাবাদ করছেন। কয়েলের আগুন থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, আমরা বিষয়টি ভালোভাবে তদন্ত করছি, নাশকতা নাকি অন্য কিছু।