
বেনাপোল স্থলবন্দর। ছবি: বেনাপোল প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল।
আজ শনিবার (৬ জানুয়ারি) সকালে বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, জাতীয় নির্বাচন উপলক্ষে রবিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর ও ভারতের পেট্রাপোল উভয় দেশের স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যবসায়িক সংগঠনকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আগামী সোমবার সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীর যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, যেহেতু আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সকালে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসের সাথে যোগাযোগ করে উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি সীমিত করা হয়েছে। আজ দুপুরের পর বন্দর ও কাস্টমসের কর্মকর্তারা নির্বাচনের ডিউটিতে চলে যাবেন। আগামীকাল রবিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি সকল কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার ৮ জানুয়ারি থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।