Logo
×

Follow Us

জেলার খবর

নওগাঁয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৩৯

নওগাঁয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আগুনে ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্র। ছবি: নওগাঁ প্রতিনিধি

নওগাঁ শহরের মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল শনিবার (৬ জানুয়ারি) রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হাসমত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে থেকে জানালা দিয়ে আগুন ছুড়ে মারে। এসময় আগুনে কেন্দ্রের ৪নম্বর বুথের গোপন কক্ষ পুড়ে যায়। আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক কেন্দ্রের দায়িত্ব থাকা আনসার ও পুলিশ সদস্যরা পানি ঢেলে নিভিয়ে ফেলে। জনসাধারণের মাঝে আতঙ্ক ছড়ানোর জন্যই এমন কর্মকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানান তিনি।

এরপর কেন্দ্রটি পরিদর্শন করেন আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫