বানিয়াচংয়ে স্বতন্ত্র ও নৌকার সমর্থকদের হাতাহাতি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১৮:২২

বানিয়াচংয়ে স্বতন্ত্র ও নৌকার সমর্থকদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছবি- সাম্প্রতিক দেশকাল
হবিগঞ্জ-২ আসনে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে নৌকা প্রার্থীর সমর্থকদের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মজিদ খান অভিযোগ করে বলেন, প্রিসাইডিং অফিসারের যোগসাজসে জাল ভোট দিচ্ছে নৌকার সমর্থকরা। প্রিসাইডিং অফিসার আমার এজেন্ট ও ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। একেকজন ১০ থেকে ১৫টি করে ভোট দিয়েছে।
প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম জানান, সমর্থকদের মধ্যে একটু বাকবিতণ্ডা হয়েছিল। বিষয়টি মিমাংসা হয়ে গেছে। তেমন কোনো সমস্যা হয়নি।