সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান টানা তৃতীয় দফায় এমপি

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ২০:১৭

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান। ফাইল ছবি
দ্বাদশ সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
আজ রবিবার (৭ জানুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে তিনি স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হকের চেয়ে ৪৬ হাজার ৯৪৬ ভোটের ব্যবধানে জয়ী হন।
মোট ১৪৪টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ১৪০টি কেন্দ্রের অনানুষ্ঠানিক ফলাফলে নুরুজ্জামান আহমেদ পেয়েছেন ৯৭ হাজার ২৪০ ভোট। স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক পেয়েছেন ৫০ হাজার ৫০০ ভোট। মোট ভোটার ছিল ৪ লাখ ২ হাজার ৩৪ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, নির্বাচন কমিশন সন্তুষ্ট। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে।
লালমনিরহাট -২ আসনে নির্বাচনে সংসদ সদস্য পদে প্রার্থী ছিলেন ৭ জন।