Logo
×

Follow Us

জেলার খবর

রাঙামাটির ৮ কেন্দ্রে শূন্য ভোট

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ২১:৪৮

রাঙামাটির ৮ কেন্দ্রে শূন্য ভোট

রাঙামাটি জেলার মানচিত্র। ছবি- সাম্প্রতিক দেশকাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির দুইটি উপজেলার আটটি ভোটকেন্দ্রে কোনো ভোট পড়েনি। ওই আটটি ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৫৯ জন।

আজ রবিবার (৭ জানুয়ারি) কাউখালী ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার রক্তিম চক্রবর্তী এবং বাঘাইছড়ি ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার শিরীণ আক্তার শূন্য ভোটের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোটকেন্দ্রগুলো হলো- জেলার কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের নাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়; ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ৭৭৫, ঘাগড়া ইউনিয়নের বর্মাছড়ি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়; ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ১৬৬৫, পানছডি উচ্চ বিদ্যালয়; ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ২০২৬, বাঘাইছড়ির বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়; ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ৩১৯২, সাজেক ইউনিয়নের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ২১৪২, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়; ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ১৯৪৮, কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়; ওই কেন্দ্রের ভোটার সংখ্যা ১৮২৭ এবং শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয়; ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ১৫৮৪।

জেলার ৪ লাখ ৭৪ হাজার ৩৫৪ জন ভোটারের মধ্যে নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৩৬ ও পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৩১৬ এবং হিজড়া ভোটার রয়েছে দুই জন।

অভিযোগ রয়েছে, পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের ভোট বর্জনের কারণে ইউপিডিএফ অধ্যুষিত এলাকাগুলোতে ভোটার উপস্থিতি দেখা মেলেনি। আওয়ামী লীগের অভিযোগ, সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে না আসতে বাধ্য করেছে ইউপিডিএফ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫