Logo
×

Follow Us

জেলার খবর

জয়পুরহাটে ২টি আসনে আ.লীগের জয়

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ২২:৫৪

জয়পুরহাটে ২টি আসনে আ.লীগের জয়

সামছুল আলম দুদু ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি- সাম্প্রতিক দেশকাল

জয়পুরহাটে দুই আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সামছুল আলম দুদু ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

জয়পুরহাট-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৪২৭ জন। মোট কেন্দ্র ১৫১টি। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সামছুল আলম দুদু। তার প্রাপ্ত ভোট ৯৬ হাজার ১। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।

জয়পুরহাট-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৫ হাজার ৯৭২ জন। মোট কেন্দ্র ১০৩টি। সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মাহফুজ চৌধুরী পেয়েছেন ৩২ হাজার ৫৪১ভোট।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫