Logo
×

Follow Us

জেলার খবর

জয়পুরহাটে ১৫ প্রার্থীর ১১ জনই জামানত হারিয়েছেন

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ২৩:৪৩

জয়পুরহাটে ১৫ প্রার্থীর ১১ জনই জামানত হারিয়েছেন

জয়পুরহাট জেলার মানচিত্র। ছবি- সাম্প্রতিক দেশকাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুটি আসনে ১৫জন প্রার্থীর মধ্যে ১১ জনই জামানত হারিয়েছেন। নিয়ম অনুযায়ী একটি নির্বাচনী এলাকায় যত ভোট পড়ে, তার শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট কোনো প্রার্থী না পেলে মনোনয়ন দাখিলের সঙ্গে জমা দেয়া জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।     

আজ রবিবার (৭ জানুয়ারি) ভোট গ্রহণ শেষে রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

জয়পুরহাট-১ আসনের ৭ জন প্রার্থীর ৫ জনই জামানত হারাচ্ছেন। এর মধ্যে রয়েছেন স্বতন্ত্র একেএম রায়হান মন্ডল মনু, জহুরুল ইসলাম, জাতীয় পার্টির একেএম মোয়াজ্জেম হোসেন, ন্যাশন্যাল পিপলস্ পার্টির মো. রুকুনুজ্জামান ও তৃণমূল বিএনপির মো. মাসুম।

জয়পুরহাট-২ আসনে ৮ প্রার্থীর ৬জনই জামানত হারিয়েছেন। এর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির আবু সাইদ নুরুল্লাহ, স্বতন্ত্র আতোয়ার রহমান মন্ডল, ন্যাশলাল পিপলস্ পার্টির মো. আবু সাঈদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন, স্বতন্ত্র আব্দুর রাজ্জাক সরদার এবং বাংলাদেশ কংগ্রেসের মো. নয়ন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫