Logo
×

Follow Us

জেলার খবর

অবৈধ সিম, ফিঙ্গার স্ক্যানারসহ গ্রেপ্তার ২

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১৭:৫৪

অবৈধ সিম, ফিঙ্গার স্ক্যানারসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুই আসামি। ছবি: সাম্প্রতিক দেশকাল

নড়াইলে তিনটি মোবাইল ফোন, ১২৬টি অবৈধ সিম, ফিঙ্গার স্ক্যানার ও বায়োমেট্রিক সিম নিবন্ধন ট্যাবসহ দুইজন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার কলামনখালী গ্রামের আবু হানিফ শেখের ছেলে সবুজ শেখ (৩৫) ও খুলনা সদরের ট্রাফিক মোড় এলাকার  আবুল কালাম শেখের ছেলে মাহফুজুর রহমানকে (২৩)। 

আজ বৃহস্পতিবার (১১ জানুযারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মেহেদী হাসান।

তিনি জানান, সবুজকে যাদবপুর বাজার থেকে এবং মাহফুজুরকে রুপসা পশ্চিমঘাট এলাকা থেকে গত বুধবার (১০ জানুয়ারি) রাতে গ্রেপ্তার করা হয়। এসময় সবুজের কাছ থেকে ৯০টি অবৈধ মোবাইলফোন ও সিম এবং মাহফুজুরের কাছ থেকে দুইটি করে বায়োমেট্রিক সিম নিবন্ধন ট্যাব ও ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এবং তিনটি মোবাইলফোন সেট ও ৩৬টি অবৈধ সিম জব্দ করা হয়। সবুজ প্রতিটি সিম মাহফুজুরের কাছ থেকে ৬০০ টাকায় কিনে দেড় হাজার টাকা দামে কালিয়ার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে পুলিশকে জানিয়েছেন। অনলাইনসহ বিভিন্ন ধরনের প্রতারণা করে আসছিলেন এ অবৈধ সিম ক্রেতারা। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম তাদেরকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার মেহেদী হাসান জানান, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর নড়াইল শহরের ভওয়াখালী এলাকার তৈয়ব আলী মোল্যা ‘ডিএসএলআর ক্যামেরা বাজার স্টোর’ নামে অনলাইন পেইজ থেকে ক্যামেরা কেনার জন্য আরেকটি প্রতারকচক্রকে পাঁচ হাজার টাকা দেন। অগ্রিম টাকা পাওয়ার পরও ওই প্রতারকচক্র ছলচাতুরি করে ক্রেতা তৈয়ব আলীকে ফাঁদে ফেলে আরও ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভাগী তৈয়ব আলী নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী হোসেন তথ্য-প্রযুক্তির সহায়তায় ক্যামেরা বিক্রির দুই প্রতারককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ক্যামেরা প্রতারকচক্রের দেয়া তথ্যের ভিত্তিতে অন্য নামে নিবন্ধিত মোবাইলফোন সিম বিক্রেতাকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। একপর্যায়ে বুধবার রাতে অবৈধ সিম বিক্রির মূলহোতা মাহফুজুর ও সবুজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

এর আগে, ৯ জানুয়ারি অনলাইনে পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আপন দুই ভাই শাহ জালাল শেখ (২৭) ও শাহ জামান শেখকে (২৩) বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল কুদ্দুস শেখের দুই ছেলে প্রায় এক বছর ধরে ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেইসবুক পেইজ খুলে বিভিন্ন পণ্য বিক্রির মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাদের নামে নড়াইলসহ ঢাকার কোতয়ালী ও হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা আছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫