Logo
×

Follow Us

জেলার খবর

জুয়া খেলার অপরাধে ডোমারে ৬ জন গ্রেপ্তার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১৯:৪২

জুয়া খেলার অপরাধে ডোমারে ৬ জন গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামিরা। ছবি: সাম্প্রতিক দেশকাল

জেলার ডোমারে জুয়া খেলার অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১৪ জানুয়ারি) তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোটরাউতা কালিমন্দির এলাকার নুর জামালের বাড়ি থেকে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ছয়জনকে আটক করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- ডোমার বক্করের মোড়ের জাবেদ আলীর ছেলে আব্দুল গণি (৫০), উত্তর হরিনচড়ার আহম্মেদ আলীর ছেলে আনছার আলী (৪০), ছোটরাউতা ভাটিয়াপাড়ার মফিজারের ছেলে ইসলাম (৫০), শামসুদ্দিনের ছেলে নুর জামাল (৪৫), উত্তর হরিনচড়ার জাকিরুলের ছেলে হাবিবুর রহমান (৩৫) ও আমিনুরের ছেলে ফরিদুল হক (৩৬)।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩ ও ৪ ধারার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫