Logo
×

Follow Us

জেলার খবর

ময়মনসিংহে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ২১:১২

ময়মনসিংহে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নিহত হারুনুর রশিদ হারুন। ছবি: সাম্প্রতিক দেশকাল

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় প্রকাশ্য দিবালোকে হারুনুর রশিদ হারুন (৫৫) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। 

আজ সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত হারুন পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খুরশেদ আলমের ছেলে। তিনি হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে গয়েশপুর বাজারে একটি চিকিৎসাকেন্দ্র পরিচালনা করতেন। 

এ ঘটনায় রুবেল মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি একই ইউনিয়নের নেওকা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে হারুন তার নিজ প্রতিষ্ঠান ফিরোজা হোমিও হলে বসে ছিলেন। এসময় হঠাৎ রুবেল এসে তার ওপর হামলা করেন। এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু হয়। এরপর উত্তেজিত এলাকাবাসী নেওকা গ্রামে রুবেলের বাড়িতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খাইরুল আলম বলেন, এই ঘটনায় রুবেল মিয়াকে আটক করা হয়েছে। তবে, কি কারণে এমন ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫