Logo
×

Follow Us

জেলার খবর

চুয়াডাঙ্গায় রেললাইনে ফাটল

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ২০:১০

চুয়াডাঙ্গায় রেললাইনে ফাটল

রেললাইনে ফাটল। ছবি: সাম্প্রতিক দেশকাল

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার উথলী এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উথলীর তেঁতুলতলা-ঘোড়ামারা রেলগেটের অদূরে এ ফাটল দেখা গেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান ফাটলের বিষয়ে জানান, অতিরিক্ত লোডের কারণে লোহার রেললাইন ফেটে গেছে। এটাকে ক্র্যাক বলা হয়। মেরামতের কাজ চলমান। স্থানীয়রা বিষয়টি দেখে দুটি লোকাল ট্রেন থামিয়ে দেয়। পরে এই লাইন দিয়ে এখন ১০ কিলোমিটার বেগে (ধীরগতি) ট্রেন চলাচল করছে। 

তিনি আরও জানান, স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি রেললাইনে ফাটল দেখতে পান। বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। পরে আনসার সদস্যরা রেললাইনের ওপর লাল পতাকা টাঙিয়ে দর্শনা অভিমুখী একটি মালাবাহী ট্রেন, খুলনা অভিমুখী এবং পার্বতীপুর অভিমুখী দুটি লোকাল ট্রেন ফাটলের স্থানে কিছুটা আগে থামিয়ে দেন। পরে ট্রেনগুলো ধীরে ধীরে ঘটনাস্থল অতিক্রম করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এটা স্বাভাবিক বিষয় বলে তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫