চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে অবৈধ গয়না উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ২৩:০০

মোটরসাইকেল থেকে অবৈধ গয়না উদ্ধার। ছবি- সাম্প্রতিক দেশকাল
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরের বাসস্ট্যান্ডে মোটরসাইকেলে লুকিয়ে রাখা অবৈধ ভারতীয় রুপার গয়না উদ্ধার করেছে ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) সদস্যরা।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা দেড়টার দিকে এ অবৈধ গয়নাগুলো জব্দ করা হয়। সেই সঙ্গে জব্দ করা হয়েছে একটি টিভিএস মডেলের রেজিস্ট্রেন বিহীন মোটরসাইকেল। ৮ প্যাকেটে ৭ কেজি ৩ গ্রাম ওজনের রুপার গয়না ছিল। যার মূল্য আনুমানিক ৮ লাখ ৪০ হাজার টাকা।
চুয়াডাঙ্গা ডিটেক্টিভ ব্রাঞ্চের অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গোপনে সংবাদ পেয়ে দর্শনা-চুয়াডাঙ্গা সড়কে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অভিযান চালানোর সময় এক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গার দিকে যেতে দেখলে তার গতিরোধ করা হয়। এসময় মোটরসাইকেল চালক, মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকদের উপস্থিতিতে মোটরসাইকেলের সিটের নাটবল্টু খুলে তার ভিতর থেকে লুকিয়ে রাখা ৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট গুলো খুললে রুপার গয়নার সন্ধান মেলে। গয়নাগুলো পরীক্ষার পর চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হবে এবং ফেলে যাওয়া মোটরসাইকেলের মালিকের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।
চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি।