শেরপুরে চালের বাজার নিয়ন্ত্রণে যৌথ অভিযান
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১৯:২৭
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান। ছবি: শেরপুর প্রতিনিধি
শেরপুরে পাইকারি ও খুচরা বাজারে চালের দাম বৃদ্ধির কারণে বাজার নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেছেন।
আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে শেরপুর পৌর শহরের নওহাটা, দিঘারপাড়, ঢাকলহাটি এলাকায় চালকল ও আড়তে এ অভিযান পরিচালনা করেন।
এসময় ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানে জেলা খাদ্য পরিদর্শক মাহবুবুর রহমান, কৃষি বিপণন কর্মকর্তা আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
অভিযানে শহরের শ্রী দূর্ঘা অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একাধিক ব্যবসায়ীকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়। বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ মজুদবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তারা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
