Logo
×

Follow Us

জেলার খবর

পুঠিয়ায় চাইনিজ কুড়াল ও হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার

Icon

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ২০:৩৩

পুঠিয়ায় চাইনিজ কুড়াল ও হেরোইনসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার

নারী কাউন্সিলর আইরিন বেগম। ছবি: সাম্প্রতিক দেশকাল

রাজশাহীর পুঠিয়ায় ৩৫ গ্রাম হেরোইনসহ আইরিন বেগম (৪৫) নামের এক নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা পোণে ৬টার দিকে পুঠিয়া পৌর সদর এলাকায় নিজ বাড়ি থেকে আইরিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আইরিন পুঠিয়া পৌরসভার ৪, ৫, ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর।

প্রতিবেশী রিদয় খান জানান, দীর্ঘদিন ধরে ক্ষমতার দাপট দেখিয়ে আইরিন বেগম মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, মাদক সম্রাজ্ঞী আইরিন বেগমকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ। এসময় তার কাছে থেকে হেরোইন ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত তার মেয়ের জামাই ফিরোজ পলাতক রয়েছেন। তাদের নামে পুঠিয়া থানায় মামলা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫