Logo
×

Follow Us

জেলার খবর

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে রোহিঙ্গা নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১১:১৫

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে রোহিঙ্গা নিহত

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন৷ 

গতকাল বুধবার (২৪ জানুয়ারি) উপজেলার কুতুপালং মধুরছড়া ৩ নম্বর ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা যুবক হলেন, ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১ ব্লকের বাসিন্দা আবদুল নবীর ছেলে নুর মোহাম্মদ (২৭)। এছাড়া একই ক্যাম্পের ডি/৪৮ ব্লকের আবদুল হকের ছেলে জাবুল হক (২৭) নামের একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের অভ্যন্তরে আইওএম হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-অধিনায়ক ও পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, আশ্রয়শিবিরের অভ্যন্তরে শৌচাগার সংস্কার কাজ করার জন্য দুপুরের দিকে তারা সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। এসময় শৌচাগারের ট্যাংকে গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ আইওএম হাসপাতালে ভর্তি করান, এসময় কর্তব্যরত চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন এবং জাবুল হককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে৷ 

তিনি আরো বলেন, নুর মুহাম্মদের মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় সিআইসির নির্দেশে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫