Logo
×

Follow Us

জেলার খবর

নওগাঁয় কোটি টাকার খাদ্যসামগ্রি জব্দ, আটক ১

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১৬:৪৬

নওগাঁয় কোটি টাকার খাদ্যসামগ্রি জব্দ, আটক ১

জব্দকৃত খাদ্যসামগ্রি। ছবি: নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় মাসুদ রানা নামের এক ব্যাক্তির লাইসেন্স বিহীন গুদামে অবৈধভাবে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রি মজুতের অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে খাদ্যসামগ্রি জব্দ ও তাকে আটক করা হয়। এসময় গুদামটি সিলগালা করা হয়েছে। 

গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু। 

অভিযুক্ত ব্যক্তি মাসুদ রানা (৩৮) উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মুনছুর আলীর ছেলে। মাসুদ রানা আটকের পরই অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়।

জব্দকৃত খাদ্যসামগ্রিগুলোর মধ্যে ২০ হাজার ৭২ লিটার সয়াবিন তেল,১২৮ টন গম, ৮ হাজার কেজি আটা/ময়দা, ২৭ হাজার ১৭৫ কেজি অ্যাংকর ডাল, ৪ হাজার ৫০ কেজি চিনি, ৪ হাজার ৭০০ কেজি ছোলা-বুট এবং লবন ১২শ কেজি।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু বলেন, মালামালগুলো মাসুদ এন্টারপ্রাইজ নামে ক্রয় করা হয়। তবে এই নামে বা অন্য কোনো নামে তার কোনো ব্যবসায়ীক লাইসেন্স নেই। মজুদ করে বেশি দামে বিক্রি করাই তার মূল ব্যবসা। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা হবে।

তিনি আরও বলেন, অতিরিক্ত মালামাল থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা না করে মামলা দায়ের করা হবে। 

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে মামলা করবেন বলে জানানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫