Logo
×

Follow Us

জেলার খবর

তীব্র শীতে বিপর্যস্ত লালমনিরহাটের জনজীবন

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ১৩:১৬

তীব্র শীতে বিপর্যস্ত লালমনিরহাটের জনজীবন

খুনিয়াগাছ তিস্তা চর এলাকা। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন। কুয়াশা কম থাকলেও শীতের হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা। তবে আগামী ২৮ তারিখের পর থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সুখবর দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় বেশি দুর্ভোগে পড়েছে গ্রামাঞ্চল ও নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষজন। তীব্র শীতেও তারা ঘর থেকে বেরিয়েছেন কাজের সন্ধানে। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশিসহ শীত জনিত রোগীর সংখ্যা।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, জানুয়ারি মাস জুড়ে প্রায় একইরকম তাপমাত্রা রয়েছে। তবে এ মাসের ২৮ তারিখের পর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলেও তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫