Logo
×

Follow Us

জেলার খবর

পিরোজপুরে বিদ্যালয়ের চুরি হওয়া টিউবওয়েল উদ্ধার, চোর আটক

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ২২:৪১

পিরোজপুরে বিদ্যালয়ের চুরি হওয়া টিউবওয়েল উদ্ধার, চোর আটক

মো. বাইজিদ হাওলাদার। ছবি- পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে চুরি হওয়া টিউবওয়েল উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার (২৯ জানুয়ারি) এ ঘটনায় বাইজিদ নামে একজনকে গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা পুলিশ।

জানা যায়, গত ২৭ জানুয়ারি রাতে নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে থাকা বিদ্যালয়ের টিউবওয়েলটি চুরি হয়ে যায়। এরপর নাজিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোট বুইচাকাঠী থেকে মো. বাইজিদ হাওলাদার (১৯) নামে একজনকে আটক করে। 

বাইজিদ ছোট বুইচাকাঠী গ্রামের বাসিন্দা আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে। 

পুলিশ জানায়, আটক বাইজিদের দেওয়া স্বীকারোক্তিমতে বুইচাকাঠী টেম্পু স্ট্যান্ড সংলগ্ন নদীর পাড়ে থেকে বিদ্যালয়ের চুরি হয়ে যাওয়া টিউবওয়েলটি উদ্ধার করা হয়। 

পুলিশ আরও জানায়, এ ঘটনায় বিদ্যালয়ের নৈশ প্রহরী মো. ওমর আলী শেখ বাদী হয়ে নাজিরপুর থানায় একটি মামলা করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫