ইউপি চেয়ারম্যানের হামলায় সাবেক চেয়ারম্যান নিহত, আটক ১

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১৯:১৯

নিহত শেখর কুমার সিকদার। ছবি: সাম্প্রতিক দেশকাল
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও তার লোকেদের হামলায় সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।। এই ঘটনায় জড়িত একজনকে আটক করেছে নেছারাবাদ থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সকাল ১০টার দিকে উপজেলার আন্ধারকূল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ আটঘর বাজার সংলগ্ন আন্ধারকূল আটঘর কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান দুই চেয়ারম্যানকেই অতিথি করা হয়। তবে ব্যানারে অতিথির নাম আগেপড়ে থাকাকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান দুই চেয়ারম্যানের মধ্যে বকবিতন্ডা হয়। এর জের ধরে স্কুল মাঠেই বর্তমান চেয়ারম্যান মিঠুন হাওলাদার ও তার লোকেরা সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারের ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হলে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্বরুপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বেলা ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ থানার ওসি গোলাম সরোয়ার নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে সাম্প্রতিক দেশকালকে জানান, মিঠুন ও শেখর বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে গিয়েছিলেন। শত্রুতার জের ধরে তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে মিঠুন ও তার লোকজন শেখরের ওপর হামলা চালান। নিহতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে স্বাধীন নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হাওলাদারকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।