কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭

প্রতীকী ছবি
কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌহিদুল ইসলাম মানিক নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় রহিম ও হামিদ নামের দুই যুবক আহত হয়েছেন। তারা বর্তমানে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের সওদাগর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত তৌহিদুল ইসলাম মানিক ওই এলাকার নুরুল কবিরের ছেলে। তিনি চকরিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মানিক তার দুই বন্ধু রহিম ও হামিদকে সঙ্গে নিয়ে নিজ পুকুরে মাছ দেখতে নামে। এসময় পুকুরে বসানো পানির পাম্পে সংযোগ দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মানিক অজ্ঞান হয়ে পড়ে। তাকে বাঁচাতে গিয়ে রহিম ও হামিদও আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের তিনজনকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম মানিককে মৃত ঘোষণা করেন। অপর আহত রহিম ও হামিদ ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।