হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের দায় আ. লীগের: নিতাই রায়

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৭

নিতাই রায় চৌধুরী। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল এবারের জাতীয় নির্বাচন বর্জন করেছে। বিএনপি আগেই বলেছিল এটা পাতানো নির্বাচন। এবারের নির্বাচনে খেলা হলো এক দলীয়। কিন্তু এই খেলায় ভিকটীম হলো হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং ধর্মীয় সংখ্যালঘুরা। যেখানে শুধু মুসলমান আছে সেখানে অত্যাচারের ঘটনা ঘটেনি। হিন্দু সম্প্রদায়ের ওপর নিপিড়ন-নির্যাতন, হামলা-ভাঙচুর ও খুনের দায়-দায়িত্ব আওয়ামী লীগের।
আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা শহরের হামদ ঘোষ পাড়ায় নিহত ব্যবসায়ী বরুণ কুমার ঘোষের পরিবারের সঙ্গে স্বাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, নৌকার প্রার্থী যিনি তিনি আওয়ামী লীগ করেন এবং যিনি স্বতন্ত্র তিনিও আওয়ামী লীগ করেন। এক দলের ভেতরে খেলা হয়েছে।
নিতাই রায় জানান, দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপিড়ন ও খুনের ঘটনায় বিএনপির পক্ষ থেকে ১১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির আহবায়ক তিনি। তদন্ত কাজ শুরু করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে।
এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী সরকারের সমালোচনা করে বলেন, নির্বাচনে মাত্র ৭% ভোট পড়েছে। আজকের প্রধান মন্ত্রী অবৈধ। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আইনকে ব্যবহার করছে। এখানে বরুণের পরিবার যে সুবিচার পাবে তা আমি মনে করি না। কারণ ইতিপূর্বে হিন্দু সম্প্রদায়ের ওপর যে সকল ঘটনা ঘটেছে তার কোনো বিচার হয়নি।
এসময় তদন্ত কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহল কুদ্দুস কাজল, নুর আলম সিদ্দিকী সোহাগ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাবলু, জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।