Logo
×

Follow Us

জেলার খবর

শেরপুরে হত্যা চেষ্টা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩১

শেরপুরে হত্যা চেষ্টা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তি। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলার শ্রীবর্দী সাতানি এলাকায় অটোরিকশায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার আসামি সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ হাবিকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১৪ শ্রীবরদী পৌরসভার সাতানি মথুরাদীর নিজ বাড়ি থেকে হাবিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুল্লাহ হাবি শ্রীবরদী পৌরসভার সাতানি মথুরাদী মহল্লার মৃত হাফিজ উদ্দিনের ছেলে ও শ্রীবরদী পৌরসভার সাবেক কাউন্সিলর।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুরের শ্রীবরদীর সাতানি এলাকার নতুন বাসস্ট্যন্ডে চাঁদা দাবিকে কেন্দ্র করে গত ১১ জানুয়ারি অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা দাবি করলে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে আসামি মো. হাবিবুল্লাহ হাবি (৪৫) দেশীয় অস্ত্র নিয়ে অটোরিকশা চালক শেখদি গ্রামের মো. শাজাহানকে কুপিয়ে গুরুত্বর আহত করে।

প্রথমে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে ভিকটিমের বাবা মো. ইদ্রিস আলী বাদী হয়ে শ্রীবর্দী থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শ্রমিক এবং এলাকাবাসীরা শ্রীবরদীতে বিক্ষোভ ও মানব বন্ধন করে।

এ ব্যাপারে র‌্যাব-১৪ এর জামালপুরের কোম্পানি অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী হবিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫