Logo
×

Follow Us

জেলার খবর

শৈলকুপায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৯

শৈলকুপায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

শাহারুল ইসলাম। ছবি- ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় শাহারুল ইসলাম (২৩) নামের  এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ১৭ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহারুল ইসলাম শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মহিষগাড়ী গ্রামের পুলিশ কর্মকর্তা জাকির হোসেনের ছেলে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেলে শাহারুল ইসলামসহ দুইজন কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহারুল ও অপরযাত্রী গুরুতর আহত হন। মোটরসাইকেলটি রাস্তায় পড়ে আগুন ধরে যায়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত শাহারুল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫