শেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ল্যাপটপ পেলেন ২৪০ নারী

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৬

শেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ল্যাপটপ বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ছবি- শেরপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ পেলেন জেলার ২৪০ জন নারী। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এসব ল্যাপটপ বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খাইরুম বলেন, অনেক নারী এখন ঘরে বসে লাখ টাকা আয় করছেন, এটাও প্রধানমন্ত্রীর উদ্যোগ ছিল। তিনিই নারীদের নিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদেরও প্রযুক্তিতে দক্ষ হয়ে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহবান জানান তিনি।
এবার জেলার শ্রীবরদী, নালিতাবাড়ি ও সদর উপজেলার ৮০ জন করে মোট ২৪০ জন নারীকে ল্যাপটপ দেয়া হয়।