Logo
×

Follow Us

জেলার খবর

কুমিল্লায় সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১৩

কুমিল্লায় সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ। ছবি: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আমিরাবাদ-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের প্রয়াত চিত্তরঞ্জন মণ্ডলের ছেলে পিযুশ মণ্ডল (২৮), জাহানারা বেগম (৩৫), শফিউল্ল্যাহ (২৪), মনির (৩৫) ও ইসমাইল (৩৮)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।  

দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দাউদকান্দির গৌরিপুর-কচুয়া সড়কের মহানন্দ এলাকায় কচুয়াগামী কাভার্ড ভ্যান এবং গৌরীপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংহর্ষ হয়। এতে পাঁচজন নিহত হয়েছেন। মরদেহগুলো দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

ওসি মোজাম্মেল হক আরো বলেন, এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫