গাইবান্ধায় ক্লুলেস চুরির মামলার আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৮

আসামি মোহাম্মদ সৌরভ মিয়া। ছবি: সাম্প্রতিক দেশকাল
গাইবান্ধায় ক্লুলেস চুরির মামলার আসামি মোহাম্মদ সৌরভ মিয়াকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার পল্টন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ সৌরভ মিয়া গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের জোদ্দকড়িসিং গ্রামের মৃত আইনুল মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৮ জুন বিসিক শিল্প এলাকার পিপলস ফুটওয়ার এন্ড লেদার গুডস জুতা তৈরির কারখানা থেকে মেশিনারিজ যন্ত্রাংশসহ মালামাল চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা হলে পুলিশ ঘটনা তদন্ত করে এই ক্লুলেস চুরির ঘটনার সাথে জড়িত মোহাম্মদ সৌরভ মিয়াকে গ্রেপ্তার করে।
গাইবান্ধা সদর থানার ইন্সপেক্টর তদন্ত মো. সিরাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌরভ স্বেচ্ছায় অত্র মামলায় জড়িত থাকার বিষয়ে দোষ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। এর সাথে জড়িত অন্যান্য কতিপয় আসামিদের নাম ঠিকানা প্রকাশ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি সৌরভকে বিজ্ঞ আদালত জবানবন্দী গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করে।