Logo
×

Follow Us

জেলার খবর

যশোরে গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:১০

যশোরে গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন

যশোর জেলার মানচিত্র। ফাইল ছবি

যশোর জেলার কেশবপুরের পাচবাকাবর্শি গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা মামলায় স্বামী সাইফুল ইসলাম মনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 

আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট এম ইদ্রিস আলী। 

সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত খালেক সরদারের ছেলে। 

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালে সাইফুল ইসলাম পারিবারিকভাবে বিয়ে করেন বৃষ্টিকে। বিয়ের পর নানা অজুহাতে বৃষ্টির উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বিষয়টি বৃষ্টির পরিবারও জানতো। ২০২০ সালের ৭ অক্টোবর বাড়ির অন্যরা রোগী নিয়ে হাসপাতালে ছিলেন। এদিন রাতে সাইফুল ইসলাম বৃষ্টিকে নিয়ে মেঝ ভাইয়ের ঘরে বসে টিভি দেখছিলেন। টিভি দেখা নিয়ে তাদের মনোমালিন্যের একপর্যায়ে বৃষ্টিকে গালিগালাজ করে তার স্বামী। বৃষ্টি প্রতিবাদ করায় সাইফুল মুখ চেপে ধরে দা দিয়ে গলা কেটে হত্যা করেন। প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে কেশবপুর থানায় সংবাদ দেন। এ ঘটনায় বৃষ্টির পিতা কেশবপুরের চিংড়া গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে সাইফুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় সাইফুল ইসলামকে অভিযুক্ত করে ২০২১ সালের ৫ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলে রাব্বী মোল্লা। 

এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সাইফুল ইসলাম মনার বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম মনা কারাগারে আটক আছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫