হবিগঞ্জে জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩১

জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির ক্রিকেট প্রতিযোগিতা। ছবি: সাম্প্রতিক দেশকাল
হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জেলা জজশীপ ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির মাঝে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এই খেলায় জয়লাভ করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসী। তারা জেলা জজশীপকে ৬০ রানে পরাজিত করেন।
জেলা জজশীপ টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ জানান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিকে। তারা প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮ ওভারে ৫ উইকেটে ১৮১ রান সংগ্রহ করেন। দলের পক্ষে আকিব ৮৮, আনোয়ার হোসেন ২৩ ও ফখরুল ইসলাম ১৩ রান সংগ্রহ করেন। জেলা জজশীপের রাজু পান ৩ উইকেট।
জবাবে জেলা জজশীপ ১৩ ওভারে ১২১ রান সংগ্রহ করে অল আউট হয়ে যান। দলের পক্ষে তানভীর ২৬, সুজিত ১৯, বাবলু ১৪ রান সংগ্রহ করেন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির আনোয়ার ও জুনায়েদ ৩টি করে উইকেট লাভ করেন।
খেলা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর রশীদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল আজিজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক দেলোয়ার হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, সিনিয়র সহকারী জজ সবুজ পাল, সহকারী জজ তারেক আজিজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিফাত উল্লা, আব্দুল হালিম প্রমুখ।
খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও জেলা আম্পায়ার এসোসিয়েশনের সদস্য সাদিকুর রহমান মুকুল।