Logo
×

Follow Us

জেলার খবর

উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্ধ গ্যাস সরবরাহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৩

উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্ধ গ্যাস সরবরাহ

চার জেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। প্রতীকী ছবি

সঞ্চালন লাইনের সংস্কারের জন্য সিরাজগঞ্জের একাংশসহ পাবনা, বগুড়া ও রাজশাহীতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইন প্রতিস্থাপন ও সংস্কার কাজ শুরু হলে সরবরাহ বন্ধ হয়ে পড়ে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত চলবে কাজ। এতে আগামী ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিএসএল) আওতাধীন জেলাগুলোয়।

সরবরাহ বন্ধ থাকায় ৩১টি সিএনজি স্টেশনে মিলছে না গ্যাস। বন্ধ রয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। গ্যাস সঙ্কটে ব্যাহত ১৩৩টি শিল্প কারখানার কার্যক্রম। পাইপ লাইনে জমে থাকা গ্যাস দিয়ে কিছু কিছু জায়গায় এখনও আবাসিক গ্রাহকরা রান্নাবান্না করতে পারছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫