Logo
×

Follow Us

জেলার খবর

রাঙ্গামাটির হিলমুন সুইডসকে ৩ লাখ টাকা জরিমানা

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩০

রাঙ্গামাটির হিলমুন সুইডসকে ৩ লাখ টাকা জরিমানা

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে হিলমুন সুইডসকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত রিজার্ভ বাজারে অবস্থিত হিলমুন সুইডসের বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ময়লা, দুর্গন্ধযুক্ত খাবার সংরক্ষণ ও বিপণন করার অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ বিন ইকরাম।

অভিযানের সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী, রাঙ্গামাটি পৌরসভার স্যানিটারি ইইন্সপেক্টর ফিরোজ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে রাঙ্গামাটি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সব সময় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে। আজ শহরের রিজার্ভ বাজার এলাকায় একটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ মিষ্টি সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা না করায় এই প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, এই অভিযান অব্যাহত থাকবে এবং অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রীগুলো বিনষ্ট করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫