Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহ পৌরসভার ৪ কর্মচারী পেল ৪৫ লাখ টাকার চেক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৮

ঝিনাইদহ পৌরসভার ৪ কর্মচারী পেল ৪৫ লাখ টাকার চেক

চেক প্রদান করছেন সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌরসভার সদ্য অবসর গ্রহণকৃত কর্মচারীদের আনুতোষিকের অর্থ প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ভাষা সৈনিক মুসা মিয়া আইসিটি সেন্টার হলে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল প্রধান অতিথি হিসাবে ৪ বিদায়ী কর্মচারীকে প্রায় ৪৫ লাখ টাকার চেক প্রদান করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন, প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী (হিজল)।

এসময় প্রধান অতিথি সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, এ ধরনের আয়োজন ঝিনাইদহ পৌরসভায় প্রথম। পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ এককালীন টাকা দেওয়ার জন্য। আমি প্রধানমন্ত্রীর সাথে অবশ্যই এ বিষয়ে কথা বলবো যেন এভাবেই সবাইকে অবসরকালীন ভাতা একবারে দেওয়া হয়। যাতে তারা টাকাটা তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। বছরের পর বছর ঘুরে যেন কিস্তিতে কিস্তিতে টাকা নিতে না হয়। আর টাকার অংকটাও যেন আরো বাড়িয়ে দেওয়া যায় যাতে অবসরে যাওয়ার পর তারা উন্নত জীবন যাপন করতে পারে

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫